প্রথম পাতা খবর মন কি বাত: ধ্যানচাঁদের জন্মদিনে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী

মন কি বাত: ধ্যানচাঁদের জন্মদিনে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী

299 views
A+A-
Reset

ডেস্ক: মন কি বাত অনুষ্ঠানের ৭৯ তম অংশের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। তিনি বলেন, “আমরা সকলেই জানি, আজ মেজর ধ্যানচাঁদজী জন্মবার্ষিকী। তাঁকে স্মরণ করেই আমাদের দেশে এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। গোটা বিশ্বে তিনিই হকিকে জনপ্রিয় করে তুলেছিলেন। প্রতিটি পদকই অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ। তিনি আরও বলেন, এই মুহূর্তটা থামতে দিলে চলবে না। গ্রাম, শহরে খেলাধুলোর যেসব মাঠ রয়েছে, তা সবসময় ভর্তি থাকতে হবে। শুধুমাত্র সকলের অংশগ্রহণের মাধ্যমেই ভারত খেলার জগতে একটা উচ্চতায় পৌঁছতে পারবে।


ধ্যানচাঁদের প্রতিভার ভূয়সী প্রশংসা করে মোদী বলেন, উনি দেশের যুব সমাজের কাছে দৃষ্টান্ত৷ হকি ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে৷ ধ্যানচাঁদ দেখিয়েছেন একনিষ্ঠার সঙ্গে খেলা দিয়েই কিভাবে দেশের নাম উজ্বল কর যায়৷ তাই এখনও দেশ যত পদকই জিতুক না, হকি তে পদক না এলে দেশের মানুষ মন খুলে আনন্দ করতে পারেন না। তবে এবারে সেই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। চার দশকেরও বেশি সময় পরে আবারও অলিম্পিকে হকিতে পদক জিতেছে ভারত। 


অনুষ্ঠান শুরুই করেন দেশের ছেলেমেয়েদের খেলাধুলোর কথা বলে৷ তিনি বলেন দেশের সমস্ত অভিভাবকদের দায়িত্ব নিতে হবে, যদি বাড়ির কোনও ছেলেমেয়ে খেলাধুলোকে নির্ভর করে এগোতে চায় তাহলে তাকে সাপোর্ট করা আমাদের সবার কর্তব্য। শেষ কয়েক বছরে দেশ খেলাধুলোর বিভিন্ন স্তরে দারুণ পারফর্ম করেছে৷ আগামীদিনে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও ভালো ফল করবে৷

আরও পড়ুন: সমস্ত জল্পনা অবসান, ছয়বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন শিখা মিত্রর


প্রধানমন্ত্রী বলেন, “আজকের যুব সম্প্রদায় কোনও ছকবাঁধা রুটিন মেনে চলতে চায় না। তারা নতুন নতুন জায়গায় যেতে আগ্রহী। আর তারা একবার মনস্থির করে নিলে, কারোর আটকানোর সাধ্য থাকে না। ঘরেই হোক বা গ্রাম কিংবা শহরে, আমাদের সমস্ত ক্রীড়া ময়দানগুলি ভর্তি থাকা উচিত। সকলেই খেলাধুলো করুক। আমি নিশ্চিত যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে কী বলেছিলাম, তা সকলের মনে আছে। সাফল্য আনতে সকলের প্রচেষ্টার কথা ভুললে চলবে না।”


তিনি বলেন, “স্বচ্ছ ভারত নিয়ে যখনই কথা বলা হয়, ইন্দোরের প্রসঙ্গ উঠেই আসে। স্বচ্ছ ভারত মিশনে বরাবরই প্রথম স্থান দখল করেছে ইন্দোর। কিন্তু ইন্দোরের বাসিন্দা এই সাফল্যেই সীমাবন্ধ থাকেননি, নিজেদের উদ্যোগে তারা ইন্দোরকে দেশের প্রথম ওয়াটার প্লাস শহরে পরিণত করেছেন।” করোনাকালে স্বচ্ছতা আরও বেশি জরুরি, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.