ডেস্ক: সাতসকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্যে করে বোমা ছোড়ার অভিযোগ। ভোর বেলা বোমা ছুড়ে পালায় দুস্কৃতীরা। সিআইএসএফ প্রহরা থাকাকালীন বোমা ছুড়ল দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে সাংসদের নিরাপত্তা নিয়ে। সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিস। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না অর্জুন সিং। তিনি দিল্লিতে রয়েছেন। সকাল ৬.৩২ মিনিটে বোমাবাজি হয় তাঁর বাড়ির গেটে। সিআরপিএফের বাঙ্কার অল্পের জন্য রক্ষা পেয়েছে। পর পর ৩টি বোমা ছোড়া হয়। সাংসদ অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। তারই মধ্যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, কেন ভিড় দেখেও কোনও পদক্ষেপ করলেন না সিআইএসএফ জওয়ানরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার ক্ষুব্ধ বিজেপি শিবির।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই চায় না কংগ্রেস, সিদ্ধান্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্বের
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”এটা ওঁর বাড়ির সামনের রোজকার ঘটনা হয়ে গিয়েছে। অর্জুন সিংয়ের মতো নেতাকে নতমস্তক করা যাচ্ছে না সেই কারণেই এই চেষ্টা। তাঁর পরিবার, ব্যবসা সমস্তকিছু দিয়ে অর্জুন সিংকে উক্তত্য করার চেষ্টা করছে।
টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর দাবি, রাজ্যে যে এখনও হিংসা অব্যাহত। সাংসদের বাড়িতেই সাতসকালে বোমাবাজি হল। এর থেকে ভয়ঙ্কর আর কী আছে! সাংসদের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।