প্রথম পাতা খবর আচমকাই গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপাণী

আচমকাই গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপাণী

343 views
A+A-
Reset

ডেস্ক: আচমকাই গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপাণী। কেন হঠাৎ গুজরাতের মুখ্যমন্ত্রীর ইস্তফা?  কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের এক বছর আগে ইস্তফা দিলেন তিনি।   রাজ্যপালের কাছে সাক্ষাতের পরে ইস্তফার কথা ঘোষণা করেন বিজয় রূপানি।


পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারেন এই জল্পনা শুরু হয়ে গিয়ে রাজনৈতিক মহলে। একাধিক নামও ঘোরা-ফেরা করছে বাতাসে। যার মধ্যে গুজরাট বিজেপির শীর্ষ নেতা এবং ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের নাম রয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্যর নামও আলোচনায় উঠে এসেছে। যদিও সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। 

আরও পড়ুন: কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির


বিজয় রূপানি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। মুখ্যমন্ত্রী হিসেবে সব ধরনের দায়িত্ব পালন করেছি। মুখ্যমন্ত্রীর পদে ইস্তফার পরে সাংগঠনিক কাজ করব। নতুন নেতৃত্বের হাতে যাক গুজরাতের উন্নয়নের দায়িত্ব। দলের তরফে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে এরপর আমি সেই দায়িত্ব পালন করতেই রাজি।” তিনি বলেছেন, গত পাঁচ বছরে উপনির্বাচন বা স্থানীয় নির্বাচনে দল ও সরকারের প্রতি জনতার অভূতপূর্ব সমর্থন, সহযোগিতা ও আস্থার প্রতিফলন ঘটেছে। এজন্য রাজ্যের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.