নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী। বাড়ি বা অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে সিবিআই।
ডেস্ক: সোমবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজের দফতরে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে ই-মেল করে পার্থবাবু জানিয়েছেন, তিনি এ দিন হাজিরা দিতে যেতে পারবেন না।
অর্থলগ্নিকারী সংস্থা আইকোর সংক্রান্ত মামলার তদন্তে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে পাঠানো গত বুধবারের নোটিশে সিবিআই বলেছিল, ১৩ তারিখ তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিতে হবে। আইকোর মামলার তদন্তে সহযোগিতার জন্যই তাঁকে তলব করা হয়েছিল।
তবে পার্থবাবু ইমেল মারফত সিবিআই-কে জানিয়েছেন, একাধিক কারণে তাঁর পক্ষে এখনই সিবিআই দফতরে যাওয়া সম্ভব হচ্ছে না। যেমন কারণ হিসেবে তিনি বলেছেন, ভবানীপুরের উপনির্বাচনের জন্য তিনি ব্যস্ত রয়েছেন। পাশাপাশি মনে করিয়েছেন, তিনি একজন বর্ষীয়ান নাগরিক। যে কারণে নিজের বয়সের কথা উল্লেখ করে হাজিরা দিতে অক্ষমতার কথা তুলে ধরেছেন।
এ দিক সূত্রের খবর, মন্ত্রীর ই-মেল পাওয়ার পর বিকল্প পথ ধরার আলোচনা করছে সিবিআই। তিনি সিবিআই দফতরে আসতে না পারলেও তাঁর বাড়ি অথবা অফিসে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায় কি না, সে সব নিয়েই ভাবছেন গোয়েন্দারা।
আরও পড়ুন: কোভ্যাকসিনের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিকা দেওয়া, জানাল কলকাতা পুরসভা
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বহুচর্চিত চিটফান্ডকাণ্ডের তদন্ত করছে সিবিআই। আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার দুই কর্ণধার অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে আগেই গ্রেফতার করে সিবিআই। সম্ভবত তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই।