ডেস্ক: ২৬ অগাস্ট কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেট (IS) জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন ইসলামিক স্টেট খোরাসানের (ISIS-K) আত্মঘাতী হামলার প্রতিশোধ নিয়েছে আমেরিকা।ইসলামিক স্টেট (খোরাসান)-এর জঙ্গি নয়, ওই হামলায় মৃত্যু হয়েছিল ১০ আফগান নাগরিকের। শুক্রবার সেই ভুল স্বীকার করল পেন্টাগন। সাফ জানালেন ড্রোন ‘দুর্ভাগ্যজনক ভুল’ ছিল।
গোয়েন্দা সূত্র অনুসারে গত মাসে কাবুলে একটা সন্দেহজনক টয়োটা গাড়িকে টার্গেট করেছিল মার্কিন সেনা। ইনটেলিজেন্স মারফৎ তাদের কাছে খবর ছিল এই টয়োটা গাড়িতে চেপেই কাবুল বিমানবন্দরে হানা দিতে পারে আইএস জঙ্গিরা। এরপরই শুরু হয় অপারেশনের প্রস্তুতি। ড্রোন অ্যাটাকের মাধ্যমে সেই গাড়িটিকে উড়িয়ে দেওয়া হয়। আর এখানেই বড় ভুল করে বসেছে মার্কিন সেনা। আসলে ওই গাড়িতে আইএস জঙ্গিরা ছিল না। সাতজন শিশু সহ ১০জন সাধারণ মানুষ ছিলেন গাড়িতে। ভয়াবহ এই হানায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাদের শরীর।
আরও পড়ুন: সপ্তাহান্তে ফের বাড়ল দৈনিক সংক্রমণ
পেন্টাগনের প্রেস ব্রিফিংয়ের সময় ম্যাকেঞ্জি বলেন, “তদন্তের ফলাফল পর্যালোচনা করার পর, আমি এখন নিশ্চিত হয়েছি যে সেই হামলায় সাতজন শিশু-সহ আরও তিনজনের মৃত্যু হয়েছিল। কমান্ডার হিসেবে আমি ওই হামলার দায় স্বীকার করছি। মৃতের পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি আমি। আরও একটি হামলা ঠেকাতেই ড্রোন স্ট্রাইক চালানো হয়েছিল। তবে তা একটি বড় ভুল ছিল।”