প্রথম পাতা খবর পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখজিন্দর রানধাওয়া

পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখজিন্দর রানধাওয়া

334 views
A+A-
Reset

ডেস্ক: পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখজিন্দর রানধাওয়া। যিনি অমরিন্দর সিংয়ের মন্ত্রী ছিলেন। শুরু থেকেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রানধাওয়া অন্যদের থেকে এগিয়ে ছিলেন। যদিও এখনও সুনীল জাখরের নামও আলোচনায় ছিল আজ দিনভর। তবে শোনা যাচ্ছে, হাইকমান্ড ঝুঁকে রয়েছে রানধাওয়ার দিকেই। চলছে শেষ মুহূর্তে নামঘোষণার প্রস্তুতি।

নবজ্যোত সিং সিধুর ঘনিষ্ঠ বিধায়ক সুখজিন্দর রান্ধাবা পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে জানা যাচ্ছে। কংগ্রেসের বিধায়ক প্রীতম সিংহ কোটকপুরা এবং দর্শন সিংহ পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম এএনআই সূত্রে খবর, পাঞ্জাবে মুখ্যমন্ত্রীকে সাহায্য করবেন দুই উপমুখ্যমন্ত্রী। এদের মধ্যে একজন হবেন হিন্দু অন্যজন হবেন দলিত সম্প্রদায়ভুক্ত।

আরও পড়ুন: অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল দিল্লির আদালত


এদিকে নাম সামনে আসার পর স্বভাবতই উচ্ছ্বসিত সুখজিন্দর। মাত্র কয়েক মাসের জন্য দায়িত্ব পেলেও তা নিয়ে হতাশ নন তিনি। তাঁর কথায়, ‘সরকার চার দিনের হোক আর চার মাসের, কাজ করা মানুষদের জন্য সময় পর্যাপ্ত। কারও যদি কাজ করার ইচ্ছে না হয়, তাহলে তাঁর কাছে ৪ বছরও অনেক কম।’ 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.