প্রথম পাতা খবর ‘আমি প্লেয়িং ইলেভনে থাকতে চাই, তাই তৃণমূলে যোগ দিয়েছি’, বাবুল

‘আমি প্লেয়িং ইলেভনে থাকতে চাই, তাই তৃণমূলে যোগ দিয়েছি’, বাবুল

361 views
A+A-
Reset

ডেস্ক: শনিবার  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন আসানসোলের দু’বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বরাবর মনে প্রাণে মোহনবাগানি৷ কিন্তু মোহনবাগানে প্রথম একাদশে সুযোগ না পেয়েই যে তিনি ইস্টবেঙ্গলে নাম লিখিয়েছেন, এমনই দাবি করলেন বাবুল সুপ্রিয়।


দিলীপদাকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় দেব। যাতে বাংলা ভাষাতেই কথা বলেন। শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে বলবে এটা ওঁর অধিকার। শমীক ভট্টাচার্যকে অনেক সময় ফোন করেছি। আমি বিজেপিতে যখন ছিলাম নিজের সেরাটা দিয়েছিলাম। সকলে রাজনৈতিক শত্রু। যাঁরা দল বদল করেছে তাঁদের বিশ্বাসঘাতক বলবেই। আমি প্লেয়িং ইলেভনে থাকা পছন্দ করি। বাংলার মানুষের সেবা করার জন্য যে সুযোগ এসেছে যে নানা কথা শুনতে হবে আমাকে। 


এদিন সাংবাদিক সম্মেলনে বাবুল বলেন, আমি প্লেয়িং ইলেভনে থাকতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। উনি আমাকে বাংলার জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। কাল দিদির সঙ্গে দু’বার কথা হয়েছে। আমায় বলেছেন মন দিয়ে কাজ করো। আর মন দিয়ে গান গাও। 


২০২৪ সালে সবচেয়ে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম। ২০১৪ সালে মোদীজী হোপ ছিলেন। ২০২৪ সালে আমি যে দলে আছি তিনি হোপফুল লিস্টে শীর্ষে থাকবেন এটা বোঝার মধ্যে কোনও ব্যাকরণ লাগে না। 
বাবুল পরিষ্কার করে দিয়েছেন, এমন কোনও প্রস্তাব আসবে তা তিনি প্রত্যাশাই করেননি৷ একই সঙ্গে বাবুল (Babul Supriyo) এ দিন জানিয়ে দিয়েছেন, কয়েকদিনের মধ্যেই দিল্লি গিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে সাংসদ পদে ইস্তফা দেবেন তিনি৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.