প্রথম পাতা খবর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হলেন দলিত মুখ চরণজিৎ সিং চান্নি

পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হলেন দলিত মুখ চরণজিৎ সিং চান্নি

307 views
A+A-
Reset

ডেস্ক: পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিং চান্নি৷ শিখ দলিত সম্প্রদায়ের একজন প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী করে বড় চমক দিল কংগ্রেস। যাবতীয় বিতর্কে দাঁড়ি টানতে চেয়ে নির্বাচনের এক বছর আগে তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে কংগ্রেস।


রবিবার বিকেলে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান হরিশ রাওয়াত চরণজিৎ সিং চন্নির নাম ঘোষণা করেন। টুইট করে তিনি জানান, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সর্বসম্মতিক্রমে পাঞ্জাবের পরবর্তী দলনেতা হিসেবে চরণজিৎ সিং চন্নিকে বেছে নিয়েছেন কংগ্রেসের পরিষদীয় দলের সদস্যরা।” চরণজিতের নাম যে জাতীয় রাজনীতির জন্যও একটা বড় চমক, তা বলার অপেক্ষা রাখে না। 

আরও পড়ুন: ‘আমি প্লেয়িং ইলেভনে থাকতে চাই, তাই তৃণমূলে যোগ দিয়েছি’, বাবুল


পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘক্ষণ সুখজিন্দর সিং রানধাওয়ার এগিয়ে ছিলেন৷ কিন্তু আগামী বছর পাঞ্জাবে নির্বাচন৷ তার আগে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এমন কাউকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল, দলের ভিতরে যাঁকে নিয়ে খুব বেশি অসন্তোষ তৈরি হবে না৷ আর এই অঙ্কেই শেষ মুহূর্তে বাজিমাত করেন চান্নি৷ তবে চান্নি মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন রানধাওয়া৷ তিনি বলেন, ‘কংগ্রেস হাইকম্যান্ডের নেতৃত্বে আমি খুশি৷ চান্নি আমার ভাইয়ের মতো৷’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.