টানা বৃষ্টিতে সবংয়ে বন্যা পরিস্থিতি, আইকোর মামলায় সিবিআই দফতরে হাজিরা দিতে যাচ্ছেন না মানস ভুঁইয়া।
ডেস্ক: আইকোর মামলায় সোমবার CBI দফতরে যাচ্ছেন না রাজ্যের জলসম্পদ বিকাশ ও উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া। এ দিন বেলা ১২টার সময় তাঁকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এ দিন সিবিআই দফতরে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন সবংয়ের বিধায়ক মানস। কারণ হিসেবে তিনি বলেছেন, তাঁর নিজের বিধানসভা এলাকা জলমগ্ন। তাই তদারকিতে ব্যস্ত থাকায় সিবিআই দফতরে যেতে পারছেন না।
সিবিআই সূত্রের খবর, আইকোরের অনুষ্ঠানে মানস ভুঁইয়াকে দেখা গিয়েছিল। অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তৃতাও দিয়েছিলেন। আইকোর কর্তা আইকোর কর্ণধার অনুকূল মাইতির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, কোনো আর্থিক লেনদেন ছিল কি না, এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, আইকোর বেআইনি ভাবে প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছিল বলে আগেই জানিয়েছিল সিবিআই। এই মামলায় জেলে থাকাকালীন গত বছর মৃত্যু হয় আইকোর কর্ণধার অনুকূল মাইতির।
গত সোমবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। তবে ভোটের কাজের ব্যস্ততা এবং নিজের বয়সের কারণ দেখিয়ে তিনি সিবিআই দফতরে যাননি। ওই দিনই শিল্প সদনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা।
[আরও পড়ুন: আকাশ ঝেঁপে বৃষ্টিতে বানভাসি কলকাতা ও পার্শ্ববর্তী শহরাঞ্চল, দুর্যোগ আরও বৃদ্ধির আশঙ্কা]
এ দিকে রাতভর টানা বৃষ্টিতে তাঁর নিজের এলাকা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এ দিন তিনি হাজিরা না দেওয়ায় সিবিআই কী পদক্ষেপ নেয়, সে দিকেই নজর সংশ্লিষ্ট মহলের।