প্রথম পাতা খবর মমতার প্রশংসা করে কংগ্রেস ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল-যোগের সম্ভাবনা

মমতার প্রশংসা করে কংগ্রেস ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল-যোগের সম্ভাবনা

266 views
A+A-
Reset

বছর ঘুরলেই বিধানসভা ভোট! তৃণমূলে যোগ দেওয়ার জল্পনার মধ্যেই কংগ্রেস ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো।

ডেস্ক: তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জোর জল্পনার মধ্যেই কংগ্রেস ছেড়ে দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের প্রবীণ নেতা লুইজিনহো ফালেইরো।

৪০ বছর ধরে গোয়া কংগ্রেসের অন্যতম নেতা লুইজিনহো। কয়েক দিন আগেই তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। বলেন, সারা দেশের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী-ই সেই ‘স্ট্রিট ফাইটার’, যিনি বিজেপি-কে কঠিন লড়াইয়ের মুখোমুখি দাঁড় করাতে পারেন।

সাংবাদিক বৈঠকে লুইজিনহো বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে কঠিন লড়াই দিয়েছেন। মমতা-ফরমুলা বাংলায় জিতেছে”। তবে সে সময় দলবদলের কথা জিজ্ঞাসা করায় তিনি জানান, বৃহত্তর কংগ্রেস পরিবারের সদস্য হিসেবেই তিনি থাকছেন। গোয়ার রাজনৈতিক মহলের ধারণা, বৃহত্তর কংগ্রেস পরিবার বলতে তিনি তৃণমূলকেও বুঝিয়েছেন।

তাঁর কথায়, “আমি অনেক মানুষের সঙ্গে দেখা করেছি। তাঁরা বলছিলেন, আমি ৪০ বছরের একজন কংগ্রেসম্যান। আমি কংগ্রেস পরিবারের একজন কংগ্রেসম্যান হিসেবে থাকব। চারটি কংগ্রেসের মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠিন লড়াই দিয়েছেন মমতা”। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় ২০০টি সভা করেছিলেন। অমিত শাহ আড়াইশো সভা করেছিলেন, তার পর ইডি, সিবিআইকে আসরে নামানো হয়েছিল। কিন্তু বাংলার ক্ষমতা দখলে ব্যর্থ হয়েছিল বিজেপি”।

মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রিট ফাইটার আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, “আমাদের এমন যোদ্ধার প্রয়োজন যাঁরা একই ধরনের মতাদর্শ, নীতি এবং কর্মসূচি নিয়ে লড়াই করছেন। আমি চাই বিজেপির বিরুদ্ধে লড়াই করার বৃহত্তর স্বার্থে সব কংগ্রেস দল একত্রিত হোক।”

আরও পড়ুন: ভবানীপুরে প্রচারে নেই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কুণাল ঘোষের টুইট ঘিরে তৃণমূল-যোগের জল্পনা

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং অন্যান্য রাজ্যের সঙ্গে গোয়াতেও আগামী বছর বিধানসভা ভোট হওয়ার কথা। পশ্চিমবঙ্গে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরে আসার পর এখন ত্রিপুরা, অসম এবং গোয়ার মতো বেশ কিছু রাজ্যে সংগঠন বিস্তারের মনোনিবেশ করেছে তৃণমূল। দলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে লুইজিনহোর সঙ্গেও সাক্ষাৎ করেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.