প্রথম পাতা খবর পুজোর আগেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ২.৫ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

পুজোর আগেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ২.৫ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

305 views
A+A-
Reset

ডেস্ক: রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের জন্য সুখবর! পুজোর আগেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে প্রথম পর্যায়ের টাকা।

নবান্ন সূত্রে খবর, প্রথম পর্যায়ে ২ কোটি ৪৮ লক্ষ ৬০ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সোমবার নারী ও শিশুকল্যাণ দফতরের পক্ষ থেকে জেলাশাসকদের রাজ্যের বরাদ্দ টাকা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৬ আগস্ট শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন। রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে গিয়ে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানিয়েছেন ১ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৩৬৮ জন মহিলা। এঁদের মধ্যে একটা বড়ো অংশের আবেদনকারীর আবেদনপত্র খতিয়ে দেখার কাজ শেষ হয়েছে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যাঁদের আবেদনপত্র খতিয়ে দেখার কাজ সম্পূর্ণ হয়েছে, প্রথম পর্যায়ে বরাদ্দ এই টাকা যাবে তাঁদের অ্যাকাউন্টে।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, প্রথম পর্যায়ে সারা রাজ্যের জন্য যে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার মধ্যে থেকে সব থেকে বেশি যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ওই জেলার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। পরের স্থানে থাকা উত্তর ২৪ পরগনার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা। তৃতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, বরাদ্দ প্রায় ২০ লক্ষ টাকা। তবে আবেদন সংখ্যার নিরিখে রাজ্যের সব জেলার জন্যই অর্থ বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: দিলীপের পর বঙ্গ-বিজেপিতে পদ হারাতে চলেছেন অনেকেই? রাজ্য সভাপতির দিল্লি সফরে জোর জল্পনা

উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা ভোটে রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয় বারের জন্য সরকারে আসার পরেই সেই প্রতিশ্রুতি পূরণের পথে হেঁটেছে শাসক দল তৃণমূল। ব্যাঙ্ক আকাউন্টে ৫০০ টাকা (সাধারণ) ও ১০০০ টাকা (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি) করে মাসিক হাতখরচ হিসেবে পাবেন আবেদনকারী মহিলারা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.