প্রথম পাতা খবর ‘রাজ্য কতবার ভাসবে? প্রধানমন্ত্রীকে চিঠি লিখব’, তোপ মমতার

‘রাজ্য কতবার ভাসবে? প্রধানমন্ত্রীকে চিঠি লিখব’, তোপ মমতার

272 views
A+A-
Reset

ডেস্ক: আরামবাগের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রকেই সরাসরি দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি যে এইভাবে বন্যা ‘ম্যান মেড প্ল্যান’। এটা ম্যান মেড ক্রাইম।
নবান্নে শনিবার দুপুরে মমতা বলেছেন, ‘যে ভাবে জল ছাড়া হয়েছে, তাকে ক্রাইম ছাড়া কিছু বলা যায় না। আগে আমাদের সঙ্গে কথা বলে কেন জল ছাড়া হল না? পাঁচ হাজার দশ হাজার কিউসেক করে জল ছাড়লে গ্রামগুলি ভেসে যেত না। আমরা ঠিক করেছি, ক্ষতিপূরণ চাইব। কেন্দ্রীয় সরকারকে বলব, ডিভিসি-র বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’ 


তিনি বলেন, “বর্ষা অনেক হয়েছে। আসানসোলে ৩৫০ মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম কারণ অনেক পুকুর আগেই কেটে রেখেছিলাম। কিন্তু এরপরও কীভাবে ক্ষতিগ্রস্ত হল জেলাগুলি? এক বছরে চারবার যদি ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করে দেয়, এরপর বিশ্ব উষ্ণায়নের জন্য বৃষ্টি, বাজ পড়ছে আগের থেকে অনেক বেশি। বারবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি। 


ডিভিসি-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন মমতা। তিনি জানান,”কেন্দ্রকে বলব ডিভিসির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। অনেকবার চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সেচ দফতরের দল দেখা করে এসেছে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীকে আবেদন করব, প্লিজ টেক সিরিয়াস কেয়ার।” 

আরও পড়ুন: ‘আমি সমালোচকদের যথেষ্ট শ্রদ্ধা করি, সেই সংখ্যা খুবই কম’, মোদী


তাঁর দাবি, বৃহস্পতিবার বেলা ১২ টায় ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন বাঁধ থেকে। আবার বেলা একটায় এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়। রাত সাড়ে আটটায় ছাড়া হয়েছে এক লক্ষ ২৫ হাজার কিউসেক জল। মুখ্যমন্ত্রীর আরও দাবি, ওই দিনই রাত তিনটেয় ঝাড়খণ্ড সরকার ৮০ হাজার কিউসেক জল ছেড়েছে। বৃহস্পতিবার সকালে আরও এক লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে দাবি করেছেন মমতা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.