বিধানসভা ভোট শেষ, কংগ্রেসের সঙ্গে জোট শেষ বামেদের। কোথায় কাকে প্রার্থী করা হল?
ডেস্ক: রাজ্যের চার আসনের আসন্ন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিল বামেরা। সোমবার কার্যত জোটে ইতি টেনে বামফ্রন্ট বুঝিয়ে দিল, বিধানসভা ভোট শেষ, কংগ্রেসের সঙ্গে জোট শেষ। এই আসনগুলিতে ভোটগ্রহণ আগামী ৩০ অক্টোবর।
এ দিন বিকেলে বামফ্রন্টের পক্ষে জানানো হয়েছে, দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ, শান্তিপুরে সিপিএমের সৌমেন মাহাতো, খড়দহে সিপিএমের দেবজ্যোতি দাস এবং গোসাবায় আরএসপি-র অনিলচন্দ্র মণ্ডল ভোট লড়বেন।
গত বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস, আইএসএফকে নিয়ে তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা। শান্তিপুর বাদে বাকি তিনটি আসনেই প্রার্থী দিয়েছিল বামফ্রন্ট। ফলে শান্তিপুরেও বামেরা প্রার্থী ঘোষণা করার পর কংগ্রেস সেখানে আলাদা করে প্রার্থী দেবে কি না, সেটাও দেখার।
এর আগে ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী দেয়নি কংগ্রেস। তবে বামেদের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেন সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। কয়েক মাস আগে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ওই আসনে ৪ শতাংশের বেশি ভোট টানলেও, উপনির্বাচনে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোটের হার নেমেছে ৩ শতাংশের ঘরে। এখন কংগ্রেস যদি চারটি আসনের উপনির্বাচনে প্রার্থী দেয়, সে ক্ষেত্রে চতুর্মুখী লড়াই অবধারিত। এই সুযোগে জোট ভেঙে বাম-কংগ্রেস নিজের নিজের শক্তি পরীক্ষা করে নেওয়ার সুযোগও পেয়ে যেতে পারে।
প্রসঙ্গত, ভবানীপুর, জঙ্গিপুর এবং শমসেরগঞ্জের ফল ঘোষণা হয়েছে রবিবার। দেখা গিয়েছে, সবক’টিতেই বামেদের জামানত বাজেয়াপ্ত হয়েছে!
আরও পড়ুন: ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে অভিনেতা, সাংসদ দেব
ভবানীপুরে সিপিএম প্রার্থী পেয়েছেন ৩.৫৬ শতাংশ, জঙ্গিপুরে আরএসপি প্রার্থী ৪.৫৭ শতাংশ এবং শমসেরগঞ্জের সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোটের হার ৩.২৭ শতাংশ।