ডেস্ক: রাজ্যপাল ও বিধানসভার মধ্যে জোর তরজা চলছে। এর মধ্যেই বিধায়ক পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন বিধানসভাতেই। রাজ্য সরকারের আরজি মেনে নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।৭ অক্টোবর অর্থাৎ আগামী বৃহস্পতিবার বিধানসভায় শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই শপথ নেবেন আরও নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন, আমিরুল ইসলাম। ট্যুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
সোমবার রাজভবনে চিঠি পাঠিয়ে রাজ্যের পরিষদীয় দফতর আবেদন জানায় যে, আগামী ৭ অক্টোবর, বেলা ১২টার আগে বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নবনির্বাচিত তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।
আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী
প্রশাসনিক সূত্রে এমনও শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কোনও ভাবেই এই শপথ নিয়ে জটিলতা তৈরি হোক। সোমবারই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা অনুরোধ করেছি রাজ্যপাল মহোদয়কে। আগামী ৭ তারিখ ১২টার আগে আমরা চাইছি বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি শপথবাক্য পাঠ করান। আমরা আশা করছি নোটিফিকেশনটা হয়ে গেল উনি ৭ তারিখ বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও দুই নতুন নির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন।”