ডেস্ক: মঙ্গলবার একেবারে পুলিশের চোখ এড়িয়ে লখিমপুর খেরিতে পৌঁছে গেলেন তৃণমূল সাংসদরা।উত্তরপ্রদেশের লখিমপুরে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪ জন কৃষকের মৃত্যুকে ঘিরে রবিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে লখিমপুর খেরি। অশান্তির মাঝে পড়ে আরও ৪ জন প্রাণ হারান। এই পরিস্থিতিতে সেখানে পৌঁছন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।
উত্তর প্রদেশ পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ দোলা সেন সহ একাধিক তৃণমূল সাংসদরা। জানা যায় মঙ্গলবার দুপুরে লখিমপুর খেরি মৃত কৃষকদের পরিবারের কাছে পৌঁছে যান দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডল ও আবীর বিশ্বাস।
এদিন দফায় দফায় তৃণমূল সাংসদদের পুলিশের বাঁধার মুখে পড়তে হয়। কিন্তু যেভাবেই হোক পৌঁছতে হবে! সেই মানিসিকতা নিয়েই তাঁরা এগিয়ে যান। যদিও একটা সময়ে বিক্ষোভরত কৃষকরাই তৃণমূল সাংসদদের গাড়ি ঘিরে গ্রামে পৌঁছে দেন। পুলিশের নজর এড়িয়ে খুব সহজেই মৃত পরিবারের পাশে পৌঁছে যান তাঁরা। পরিবারের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তাই পরিবারকে দেন তাঁরা।
আরও পড়ুন: দুর্গাপুজো নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি রাজ্যের
যদিও অজয় তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া তাঁর পাল্টা দাবি, ওইদিন চার কৃষক ছাড়াও আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩ জন বিজেপি কর্মী ও গাড়ির চালক। তবে ময়নাতদন্তের রিপোর্টে কেবল চার কৃষকেরই নাম রয়েছে। সেই রিপোর্টের দাবি, মৃত চার কৃষকের কারও শরীরেই গুলির আঘাতের চিহ্নের সন্ধান মেলেনি।