প্রথম পাতা খবর ‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছে কংগ্রেস’, জাগো বাংলায় লিখলেন মমতা

‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছে কংগ্রেস’, জাগো বাংলায় লিখলেন মমতা

274 views
A+A-
Reset

ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভবানীপুরের প্রচার সভা থেকে কংগ্রেসকে মৃদু কটাক্ষে বিঁধেছেন। তবে, সম্ভবত এই প্রথমবার একেবারে খোলাখুলি কংগ্রেসকে ‘ব্যর্থ’ বলে দেগে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-কে হারাতে কংগ্রেস ব্যর্থ৷ দলীয় মুখপাত্র জাগো বাংলার শারদ সংখ্যায় সরাসরি এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় । বলে দিলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছে কংগ্রেস। গত দুটি লোকসভা নির্বাচন তার বড় প্রমাণ।


বুধবারই প্রকাশিত হয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা। তাতে জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থান নিয়ে ‘দিল্লির ডাক’ শীর্ষক একটি প্রবন্ধ লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই প্রবন্ধে বিজেপি বিরোধী বৃহত্তর জোটের কথা বলা হয়েছে। তবে, সেই জোটের নেতৃত্বের ক্ষেত্রে কংগ্রেসকে যে ওয়াকওভার দেওয়া হবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।


২০২৪ সালে দিল্লি দখলের লড়াইয়ে যে গোটা দেশের মানুষ সবথেকে বেশি তৃণমূলের উপরেই ভরসা রাখছেন, এমনও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি লিখেছেন, ‘দেশের মানুষের দাবি দিল্লির মসনদ থেকে সরাতে হবে ফ্যাসিবাদী, স্বৈরচারী বিজেপি-কে৷ মানুষের আশা ভরসা এখন তৃণমূল কংগ্রেসকে ঘিরে৷ বাংলার সাীমানা পেরিয়ে এখন দেশের বিভিন্ন রাজ্য থেকে ডাক আসছে আপনারা আসুন৷ নতুন ভারত গড়তে নেতৃত্ব দিক বাংলা৷’

আরও পড়ুন: লখিমপুর নিয়ে দিলীপের মন্তব্যের সমালোচনা, বেসুরো সব্যসাচী

তবে কংগ্রেসকে আক্রমণে করলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোটের কথা তাঁরা ভাবছেন না৷  ‘দিল্লির ডাক’ শীর্ষক প্রবন্ধে তৃণমূল নেত্রী স্পষ্ট বলছেন,”দেশ গড়তে বিজেপি (BJP) বিরোধী সব দলের উচিত একজোট হওয়া। নিজেদের অঙ্কে নয়, দেশের স্বার্থে শক্তিশালী হতে হবে। বিকল্প মঞ্চ শক্তিশালী করতে হবে। সেই মঞ্চ হবে নীতির ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.