প্রথম পাতা খবর ২২৯ দিনে দেশে করোনায় সংক্রমণ সর্বনিম্ন

২২৯ দিনে দেশে করোনায় সংক্রমণ সর্বনিম্ন

311 views
A+A-
Reset

ডেস্ক: ২২৯ দিনে সর্বনিম্ন, দেশে বিপুল কমল দৈনিক সংক্রমণ।দেশে করোনার দৈনিক সংক্রমণ ১৫ হাজারের নিচে নামল দীর্ঘদিন পর। রবিবার করোনা সংক্রমণের পরিসংখ্যানে আভাস স্পষ্ট সুস্থ হচ্ছে দেশ। এদিন একলাফে অনেকটাই কমল সংক্রমণ।  সেইসঙ্গে কমল মৃত্যু সংখ্যাও। জানা গিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। গত ২২৯ দিনে সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসছে কেরলের বিস্তীর্ণ অংশ, মৃত ১৮

এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯ জন। বেড়েছে একদিনে সুস্থের সংখ্যাও। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ লক্ষ ২০ হাজার ৭২২ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এই পর্যন্ত দেশে মোট ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০টি টিকাকরণ হয়েছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.