প্রথম পাতা খবর কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড গড়ল

কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড গড়ল

387 views
A+A-
Reset

ডেস্ক: ফের বাড়ানো হল দাম। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের উপরই নির্ভর করে দেশের জ্বালানির দামের গতিবিধি। মাঝে দু’-একদিনের বিরতি দিলেও পরপর ৩ দিন ফের ঊর্ধ্বগতি জ্বালানির মূল্য। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়েছে। একইসঙ্গে ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ৪৪ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭৩ পয়সা। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ১৪, বাড়ছে পজিটিভিটি রেটও


এদিকে , দেখা যাচ্ছে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পর্ব মিটতেই হু হু করে বেড়ে যাচ্ছে জ্বালানির দাম। গত কয়েক মাসে যেভাবে বেড়েছে জ্বালানির দাম, তাতে রীতিমতো পকেটে টান পড়ছে সাধারণ মধ্যবিত্তের। এদিকে আজও লাগামহীনবাবে হু হু করে বেড়ে গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.