প্রথম পাতা খবর মুম্বইয়ের লালবাগ এলাকায় ৬০ তলা বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১

মুম্বইয়ের লালবাগ এলাকায় ৬০ তলা বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১

314 views
A+A-
Reset

ডেস্ক: মুম্বইয়ের লালবাগ এলাকায় ৬০ তলা বহুতল ভয়াবহ অগ্নিকাণ্ড। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। বহুতলের ১৯ তলায় প্রথমে লাগে আগুন। আগুনের সঙ্গে লড়াই চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।বহুতলে বেশ কয়েকজন বাসিন্দার আটকে থাকার সম্ভাবনা রয়েছে। দমকল বাহিনী আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।


ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা এলাকাটিই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। জানা গিয়েছে, ১৭ থেকে  ২৫ তলা অবধি আগুন ছড়িয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।  এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ব্যালকনি থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। জখম হয়েছেন একজন। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে গিয়েছেন মেয়র কিশোরী পেডনেকর।  


জানা গিয়েছে, ইতিমধ্যেই দমকলের ৩০ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। মুম্বইয়ের এই বহুতলে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী থাকেন বলেই খবর। এছাড়াও বহু পরিবারের বাস ওই আবাসনে, ফলে বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছিলই। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে মর্মান্তিক এক ছবি। আগুনের হাত থেকে বাঁচতে আবাসনের কার্নিশ বেয়ে নামার চেষ্টা করতে দেখা যায় এক ব্যক্তিকে। তবে কতজন ওই আবাসনে আটকে পড়েছেন তা এখনও জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, আটকে পড়েছেন বেশ কয়েকজন। সূত্রের খবর, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে গিয়ে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.