প্রথম পাতা খবর বিশ্বকাপে ভারতের হার নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না ইমরান খান

বিশ্বকাপে ভারতের হার নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না ইমরান খান

258 views
A+A-
Reset

ডেস্ক: বিশ্বকাপে পাকিস্তানের জয় নিয়ে ভারতকে খোঁচা দিতে ছাড়েননি ইমরান। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির কথা বলতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিশাল জয়ের প্রসঙ্গ তুলে তুলে আনলেন ইমরান। তিনি দাবি করেন, পাকিস্তানের জয়ের পর ভারত-পাক সম্পর্ক নিয়ে কথা বলার ‘ভালো সময়’ না। তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দুই দেশ বিশ্বের সবচেয়ে বড় দুটি বাজার। এর মধ্যে চিনের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। কিন্তু দরকার ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো। যদিও গতকাল রাতে পাকিস্তান ক্রিকেট দল যেভাবে ভারতকে পর্যুদস্ত করেছে, তারপর ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির কথা বলার নিশ্চয়ই এটি সঠিক সময় নয়।’’

আরও পড়ুন: বিজেপি বিধায়কের মন্ত্রী হওয়ার লালসার জন্যই উপনির্বাচন দিনহাটায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়


ইমরান বলেন, ‘এটা শুধু মানবাধিকার এবং কাশ্মীরের জনগণের স্ব-নিয়ন্ত্রণের অধিকারের বিষয়। এটা বিগত ৭২ বছর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ দ্বারা নিশ্চিত করা হয়েছিল। সেই অধিকার তাদের দেওয়া হলে আমাদের আর কোনও সমস্যা নেই। দুই দেশ সভ্য প্রতিবেশী হিসেবে বসবাস করতে পারে… এর সম্ভাবনা কল্পনা করুন।’ ইমরান খান একদিকে ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদী কাজে যুক্ত সংগঠনগুলিকে প্রশ্রয় দিচ্ছেন এবং অন‌্যদিকে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ভারতকে খোঁচা দিয়ে সম্পর্কের উন্নতি ঘটানোর ‘সদিচ্ছা’ দেখাচ্ছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.