ডেস্ক: তিনদিনের ঠাসা কর্মসূচি সাজিয়ে আজ গোয়ায় পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা থেকে বিকেলের বিমানে পানাজি পৌঁছবেন মমতা। বিরোধীরা মমতার এই সফরকে রাজনৈতিক পর্যটন বলে খোঁচা দিচ্ছে। জানা গেছে আগামী তিনদিন গোয়ার বহু এলাকা পায়ে হেঁটে ঘুরবেন মমতা ব্যানার্জী। দেখা করবেন গোয়ার বহু রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে ।
সূত্রের খবর, একটি বিরাট মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে গোয়া তৃণমূলের তরফে। এই চা চক্র থেকে মধ্যাহ্নভোজ অবধি দফায় দফায় বৈঠকে তৃণমূল নেত্রী কাদের সঙ্গে দেখা করেন, তাই নিয়েই তুমুল আগ্রহ রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত বিজেপি নেত্রীর বাড়িতে রাজ্যের মন্ত্রী, শোকপ্রকাশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
কলকাতায় তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছিলেন গোয়ান ফুটবলার অ্যালভিটো। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জোর জল্পনা রয়েছে। লাকি আলি, নাফিসা আলি, রেমো ডিসুজারা তাঁর উপস্থিতিতে তৃণমূল শিবিরে চলে আসেন কিনা জল্পনা তা নিয়েও। এই সফরের মধ্যেই অভিনেত্রী বর্ষা উসগাঁওকর তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।