প্রথম পাতা খবর অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী ফালেইরো

অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী ফালেইরো

283 views
A+A-
Reset

ডেস্ক: অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী ফালেইরো। রাজ্যসভার সাংসদ পদ থেকে অর্পিতা ঘোষ (Arpita Ghosh) ইস্তফা দেওয়ার পরই যে শূন্য স্থানের তৈরি হয়েছিল, সেই জায়গাতেই সদ্য় তৃণমূলে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাঠানো হচ্ছে। রাজ্যসভা আসনে ২৯ নভেম্বর ভোট গ্রহণ করা হবে। মঙ্গলবার রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেবেন ফালেইরো। ‘দেশের জন্য ফালেইরোর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী’, ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের।

আগামী বছর গোয়ার বিধানসভা ভোটে লড়বে তৃণমূল। তার জন্য ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বাংলার শাসকদল। দলে নেওয়া হয়েছে একাধিক তারকাকে। আর এবার সেখানে সাংগঠনিক শক্তি বাড়াতে সাতবারের বিধায়ক ফ্যালেইরোকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করা হল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


ফেলেইরিও তৃণমূূলে যোগ দেওয়ার পরই জানানো হয়েছিল, তাঁকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে। তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি ছাড়াও এ বার রাজ্যসভাতেও ফেলেইরিওকে পাঠানো হচ্ছে। অর্পিতা ঘোষের ইস্তফা দেওয়ার পর যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেখানেই প্রার্থী হিসাবে লুইজিনহোকে মনোনিত করল তৃণমূল। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.