ডেস্ক: মণিপুর-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলা। মণিপুরের চুরাচন্দ্রপুর জেলায় অসম রাইফেলসের এক কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। আচমকা ওই হামলায় নিহত হয়েছেন এক কমান্ডিং অফিসার সহ ৭ জন। ‘মণিপুরের চূড়াচন্দ্রপুরে অসম রাইফেলসের কনভয়ের উপর কাপুরুষোচিত হামলা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়।
সেনা বাহিনীর সূত্রে জানানো হয়েছে, ওই কনভয়ে সেনাবাহিনীর এক কর্নেল ও তার পরিবার ছিলেন। তাদের সঙ্গে কুইক রিয়াকশন টিম(Quick Reaction Team)-র কয়েকজন সদস্যও ছিলেন। বিস্ফোরণে কর্নেল, তাঁর স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে। একইসঙ্গে চার সেনাবাহিনীর সদস্যেরও মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোন জঙ্গি গোষ্ঠী ওই হামলার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। সন্দেহ করা হচ্ছে হামলা চালিয়েছে মণিপুরের পিপিলস লিবারেশন আর্মি।
আরও পড়ুন: মাতৃভাষা আমাদের গর্বের বিষয়, অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে বললেন অমিত শাহ
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং (Biren Singh) হামলার কথা স্বীকার করে নেন এবং গোটা ঘটনার সমালোচনা করেন। জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, “৪৬ এআর বাহিনীর কনভয়ের উপর যে ঘৃণ্য হামলা চালানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি। জঙ্গি হামলায় কর্নেল ও তার পরিবার সহ বেশ কয়েকজন সেনাবাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের পুলিশ বাহিনী ও প্যারা মিলিটারি বাহিনী ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”