নিজস্ব প্রতিনিধি : মুচি, মেথর, ডোম, চণ্ডাল সবাইকে বুকে টেনে নিয়ে ছিলেন তিনি। সেই মহাপ্রভু শ্রীচৈতন্যর জন্মস্থান নবদ্বীপে ডোমদের সম্মান জানাল ইন্টারন্যাশানাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (IHRO) পশ্চিমবঙ্গ শাখা। তাদের এই মহৎ কাজের সঙ্গী ছিল newsonly24.com।
সংস্থার প্রতিনিধিরা নবদ্বীপ মহাশশ্মানে গিয়ে ডোমদের হাতে তুলে দেন কম্বল, ছাতা, স্যানিটাইজার, ভগবত গীতা ও একটি চারাগাছ। তাঁদের সম্মান জানিয়ে IHRO-র পক্ষ থেকে একটি মেমেন্টোও তুলে দেওয়া হয় ডোমেদের হাতে।
কোডিভ পরিস্থিতিতে যারা ফ্রন্টলাইনে থেকে এই অতিমারীর বিরুদ্ধে লড়াই করেছেন তাদের মধ্যে ডোমেরা অন্যতম। সংস্থার এক সদস্য জানিয়েছেন, ‘‘ যখন মানুষ নিজের জীবন বাঁচাতে কোভিড রোগীর থেকে দুরত্ব বজায় রাখছেন, সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে কোভিড রোগীর মৃতদেহ পুড়িয়েছেন ডোমেরা। তাই তাদের সম্মান জানানো, আসলে মানবতাকে কুর্ণিশ করা। সেটা করেছে IHRO।’’ শুরু থেকেই পজিটিভ নিউজ করতে অঙ্গীকারবদ্ধ নিউজ পোর্টাল newsonly24.com। তাই তারাও IHRO-এই পজিটিভ উদ্যোগে সামিল হয়েছিল।