ডেস্ক: একুশের নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর থেকেই শিল্পায়ন এবং কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে প্রশাসন। রাজ্যে শিল্প ও বিনিয়োগ টানতে ফের বাণিজ্যনগরী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ ডিসেম্বরই তিনদিনের সফরে মুম্বই যেতে পারেন তিনি বলে খবর। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন করার পাশাপাশি তিনি এবার দেশের বাণিজ্যনগরীর দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী মাসেই মুম্বই সফরে যাচ্ছেন বলে, সূত্রের খবর।
শিল্পবান্ধব পরিস্থিতি তৈরির লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটিও গঠিত হয়েছে। এর মধ্যে মুম্বইয়ে গিয়ে শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে বাংলায় শিল্পায়নের আশা দেখছে রাজ্যবাসী। তবে এই প্রথমবার নয়, এর আগেও বিনিয়োগ টানতে দেশের বাণিজ্য রাজধানীতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখা করেছিলেন শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গেও। কিন্তু সেবার কার্যত খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে। তবে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক বিস্তৃতি ঘটছে তৃণমূলের।