ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু তিনি সময় না দেওয়ায় দফতরের সামনে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে ধরনা দিচ্ছে তারা। সোমবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই নিজে ফোন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানান, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পরই বিকেল ৪টে নাগাদ অমিত শাহের বাসভবনে শুরু হয় বৈঠক।
সোমবার সকালেই সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন। ত্রিপুরার পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কিন্তু অমিত শাহ তৃণমূল সাংসদদের দেখা করার সময় দেননি। এর পরই নর্থ ব্লকে অমিত শাহের দফতরের ধরনায় বসেন তৃণমূল সাংসদরা। সেই দলে রয়েছেন সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়, ডেরেক ও’ব্রায়েনের মতো সাংসদরা। বিক্ষোভকারী তৃণমূল সাংসদদের অভিযোগ, ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূল নেতা-কর্মীদের মারধর করছে বিজেপি। এর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি সময় দেননি।
বেশ কয়েক ঘণ্টা ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরে বসে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। সূত্রের খবর, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে ফোন করে তিনি অমিত শাহর সঙ্গে সাক্ষাতের আশ্বাস দেন। সাক্ষাতের সময় পরে জানানো হবে। তৃণমূল দাবি করেছিল, নির্দিষ্ট সময় না জানানো পর্যন্ত ধরনা চলবে।
আরও পড়ুন: উত্তপ্ত ত্রিপুরা, অমিত শাহের দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলের
এ দিকে, ত্রিপুরার পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এ ব্যাপারে সর্বোচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি হতে পারে মঙ্গলবার।