প্রথম পাতা বিনোদন এবার অভিনয়ের জগতে আসতে চলেছেন ইমন

এবার অভিনয়ের জগতে আসতে চলেছেন ইমন

349 views
A+A-
Reset

ডেস্ক: বছরের পর বছর ধরে ইমন চক্রবর্তীর গান মুগ্ধ করেছে শ্রোতাদের।বেশ কিছু মিউজিক ভিডিওতে ইমনের নাচ ও দেখেছেন নেটজনতা।এবার অভিনয়ের জগতে আসতে চলেছেন ইমন।তবে বড়পর্দায় নয়,এবার ওয়েবে ডেবিউ করতে চলেছেন তিনি।সিরিজের নাম ‘শব চরিত্র’।শুরু হল ‘শব চরিত্র’র শ্যুটিং।


এই সিরিজে একজন মনোবিদের চরিত্রে অভিনয় করছেন ইমন।সিরিজে একজন লেখক অবিনাশের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবাশিস সেন শর্মা।চিত্রনাট্য লিখেছেন আদার ব্যাপারী।সিরিজে দেখা যাবে,লেখক অবিনাশের গল্প।অবিনাশ যাকে নিয়েই গল্প লেখা শুরু করেন,কাকতলীয় ভাবে সকলের অস্বাভাবিক মৃত্যু হয়।

একের পর এক সমস্যায় জর্জরিত হন লেখক।তাকে পুলিশ থেকে সাংবাদিক ধাওয়া করে।এমন সময় এক মনোবিদ বিশেষজ্ঞর সঙ্গে আলাপ হয় তাঁর।এই মনোবিদ বিশেষজ্ঞ চরিত্রে রয়েছেন ইমন চক্রবর্তী।ইমন অভিনীত চরিত্রের নাম মৃণালিনী।কিছুদিনের মধ্যে তাঁর ও অস্বাভাবিক মৃত্যু হয়।কী হয় শেষ পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করতে হবে।মিল্কি ওয়ে ফিল্মস প্রযোজিত শব চরিত্রতে ইমন এবং অনির্বাণ ছাড়াও অভিনয় করছেন যুধাজিৎ সরকার,অঙ্কিতা মাঝি, পরান বন্দ্যোপাধ্যায়,রানা বসু ঠাকুর। দেবাশিস সেন শর্মার কাহিনী অবলম্বনে সিরিজের চিত্রগ্রহনে রয়েছেন অম্লান সাহা।শব্দ বিন্যাস করেছে সায়ান্তন ঘোষ।সম্পাদনায় রয়েছেন কৌস্তভ সরকার। পোশাক পরিকল্পনায় মেঘা চক্রবর্তী।২০২২ শে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.