প্রথম পাতা খবর এলপিজি গ্যাসে আবারও ভর্তুকি দিচ্ছে কেন্দ্র

এলপিজি গ্যাসে আবারও ভর্তুকি দিচ্ছে কেন্দ্র

436 views
A+A-
Reset

আবারও এলপিজি গ্যাসের ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার। সিলিন্ডার প্রতি গ্রাহকরা ৭৯.২৬ টাকা ভর্তুকি পাবেন। যোগ্য সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। তবে কেউ কেউ আবার ১৫৮.৫২ টাকা বা ২৩৭.৭৮ টাকা ভর্তুকি পাবেন। গ্রাহকরা ভর্তুকি পাবেন বছরে ১২টি সিলিন্ডারে। প্রসঙ্গত, প্রতি মাসের ১ তারিখ এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পুনর্বিবেচনা করা হয়।

কীভাবে দেখবেন ভর্তুকি অ্যাকাউন্টে এল কিনা? মোবাইল বা কম্পিউটারে অবশ্যই নেট পরিষেবা থাকতে হবে। ব্রাউজারে গিয়ে www.mylpg.in -এ যেতে হবে। ওয়েবসাইটে বিভিন্নি সংস্থার এলিপিজি সিলিন্ডারের ফটো দেখা যাবে। যে সংস্থার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, সেই সংস্থার সিলিন্ডারের ফটোতে ক্লিক করুন।

এখানে সাইন ইন ও নিউ ইউজার-এর অপশন খুলবে। যদি কোনও ব্যবহারকারীর আইডি তৈরি করা আগেই হয়ে থাকে, তবে তাঁকে সাইন ইন করতে হবে। যদি তা না হয় তবে, নিউ ইউজার-এ লগ ইন করতে হবে।

এই প্রসেস শেষ হওয়ার পরে আর একটি নতুন ট্যাব খুলবে। এখানে ডানদিকে সিলিন্ডার বুকিং হিস্ট্রি আসবে। সেই অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখা যাবে কোনও ব্যক্তি কোন সিলিন্ডারে কত টাকা পেয়েছেন। বা কখন তিনি এই টাকা পেয়েছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.