মুম্বই এর পরপরই এবার গোয়া সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। তবে গোয়ায় তৃণমূল সুপ্রিমো নয়, যাবেন এই মুহূর্তে তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুম্বই থেকে ফিরেই গোয়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ডিসেম্বরের 12 তারিখ গোয়া রওনা হবেন অভিষেক। এরপর সেখানে বেশ কিছু কর্মসূচী সেরে দুদিন পরে আবার ফিরবেন কলকাতায়।
বাংলার বাইরে বিস্তার ঘটাতে প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল যে যে রাজ্যগুলিকে বিশেষভাবে টার্গেট করেছে, তার মধ্যে অন্যতম হল গোয়া।
তৃণমূল সূত্রের খবর, গোয়ার এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও নাকি তৃনমূলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চাইছে। এমনকি তিনি তৃণমূল নেত্রীর সঙ্গেও বসতে চাইছেন বলেও শোনা যাচ্ছে। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।