বৃহস্পতিবার নদিয়ায় প্রশাসনিক বৈঠকে এরাজ্য়ে কর্মসংস্থান বৃদ্ধির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ব্যবসায়িক সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে রাজ্য়ে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করতে হবে রাজ্য় প্রশাসনকে। এদিনের বৈঠক থেকে জেলায় লক্ষ্মীর ভান্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কাজ ঠিকঠাক চলছে কিনা সেই বিষয়েও খোঁজ খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠক থেকে মুখ্য়মন্ত্রী বলেন, এখনও রাজ্য়ের বহু মানুষের লক্ষ্মীর ভান্ডার করা যায়নি। বাকি থাকা কাজ গুলো আবারও একবার দুয়ারে সরকার করে করে সম্পূর্ণ করে ফেলতে হবে।
এছাড়াও এদিন তাঁর অত্য়ন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য়,’অনেক কাজ বাংলায় চলছে। আর কেউ নতুন কিছু চাইবেন না। সরকারের যা টাকা ছিল, সব শেষ হয়ে গিয়েছে। আর টাকা নেই।’
এদিনের বৈঠকে ফের একবার রাজ্য়ে বিএসএফ প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, খেয়াল রাখতে হবে, পুলিশ-প্রশাসনের অনুমতি ছাড়া যেন এলাকায় ঢুকতে না পারে বিএসএফ। সেদিকে কড়া নজর রাখতে হবে। মানুষের উপর অত্যাচার আমরা সহ্য করব না।’