প্রথম পাতা খবর বিজেপির ধর্ণা মঞ্চে গরহাজির বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ

বিজেপির ধর্ণা মঞ্চে গরহাজির বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ

273 views
A+A-
Reset

রাজ্যের বুকে একসময়ের কৃষিজমি আন্দোলনের পীঠস্থান হিসেবে সারা দেশ জুড়ে খ্যাত হয়ে ওঠা সিঙ্গুরের জমিতে আবারও শুরু হয়েছে কৃষক আন্দোলন। তবে পার্থক্য হল এবার আন্দোলনের নেতৃত্বে তৃণমূলের পরিবর্তে রয়েছে বিজেপি। কিন্তু সিঙ্গুরের মাটিতে নতুন করে বিজেপির হাত ধরে শুরু হওয়া এই আন্দোলনে একবারও দেখা যায়নি বিগত বিধানসভা নির্বাচনে সিঙ্গুরের বিজেপি প্রার্থী তথা স্থানীয় মাষ্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। যা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

এই ব্যাপারে সিঙ্গুরের মাষ্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, বিজেপির এই আন্দোলনের বিষয়ে তাঁর কিছুই জানা নেই। এই আন্দোলনে তাঁকে কেউ আমন্ত্রণও জানায়নি।

সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যকে এই অনুষ্ঠানে কেন আমন্ত্রণ জানানো হলো না জানতে চাওয়া হলে, স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়, এই আন্দোলনে সেভাবে আলাদা করে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি।

এখানেই উল্লেখ্য, সিঙ্গুরের মাটিতে বিজেপির এই কৃষক আন্দোলনের মঞ্চে এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি স্থানীয় বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এই নিয়েও শুরু হয় বিস্তর জল্পনা। যদিও এই বিষয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এর মন্তব্য, লকেট চট্টোপাধ্যায়কে দলের কেন্দ্রীয় কমিটি উত্তরাখন্ড নির্বাচনের বিশেষ দায়িত্ব দিয়েছেন বলেই এই আন্দোলনে তিনি আসতে পারেননি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.