প্রথম পাতা খবর বিরোধীদের অভিযোগ উড়িয়ে কমিশন, পুরভোটে হচ্ছে না পুনর্নির্বাচন

বিরোধীদের অভিযোগ উড়িয়ে কমিশন, পুরভোটে হচ্ছে না পুনর্নির্বাচন

278 views
A+A-
Reset

রবিবাসরীয় কলকাতা পুরভোট ঘিরে ভুরিভুরি অভিযোগ উঠলেও সেই সব অভিযোগকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীরা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, কমিশনের স্পষ্ট বক্তব্য, কলকাতা পুরভোটে পুনর্নির্বাচনের কোনও প্রশ্নই নেই।

এদিকে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অপর দিকে প্রায় এই একই দাবিতে, সুর চড়িয়েছে বাম ও কংগ্রেসও। ইতিমধ্যে যা নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছে বাম বিজেপি।

রবিবার ভোট পর্ব শেষ হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় সব বিরোধী দলকে। ভোটে ব্যাপক ছাপ্পা আর বোমাবাজির অভিযোগে সোচ্চার হয় বিরোধীরা। সন্ধায় রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানায় বিজেপি। অভিযোগ পৌঁছায় রাজ্যপালের কাছেও।

কিন্তু এত করেও রাজ্য কমিশনকে সন্তুষ্ট করতে ব্যার্থ বিরোধীরা। এখনও পর্যন্ত পুনর্নির্বাচনের দাবিকে আমল দিতে নারাজ কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, কমিশন প্রতিটি কেন্দ্রের রিপোর্ট ক্ষতিয়ে দেখেছে। কোনও বুথেই পুনর্নির্বাচন এর মতন কিছু হয়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.