কলকাতা পুরসভার নির্বাচনে ফের একবার একা কুম্ভ হয়ে দেখা দিল তৃণমূল কংগ্রেস। কলকাতার পুর মানচিত্র থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে প্রায় ধুয়ে মুছে সাফ করে করে দিয়েছে রাজ্যের শাসক দল।
এবার কলকাতা পুরভোটের চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস যেখানে জয়ী হয়েছে ১৩৪টি আসনে, সেখানেই দ্বিতীয় স্থানে থাকা বিজেপির হাতে এসেছে মাত্রই ৩টি ওয়ার্ড। আর বিজেপিরও পেছনে থাকা বাম ও কংগ্রেস পেয়েছে মাত্র ২টি করে ওয়ার্ড।
বরং বলা যেতে পারে তুলনমূলকভাবে ভাল ফল করেছে নির্দল প্রার্থীরা। তৃণমূলের এই টর্নেডোর মধ্যেও তিন তিনটি ওয়ার্ড এর দখল গিয়েছে নির্দল প্রার্থীদের খাতায়। যদিও এদিনই তিন নির্দল হিসেবে জয়ী প্রার্থীই ঘোষণা করে দিয়েছেন যে তাঁরাও দ্রুত তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল নেত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে আগ্রহী।
২০১৫ র কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ১১৪টি ওয়ার্ড। পাশাপাশি বামেদের খাতায় গিয়েছিল ১৫টি ওয়ার্ড এবং বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে। কংগ্রেস পেয়েছিল ৫টি আসন আর সেবারও নির্দল হিসেবে জয়ী হয়েছিল এবারের মতোই ৩ জন। এই হিসেবে ২০১৫ র তুলনায় এবার তৃনমূলের হাতে এল অতিরিক্ত ২০টি ওয়ার্ড।