ডেস্ক: রাজ্যের চারটি পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার রাজ্য নির্বাচন কমিশন জানায়, আগামী ২২ জানুয়ারি রাজ্যের বকেয়া চার পুরসভায় নির্বাচন হবে।
চার পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে এ দিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, শিলিগুড়ি পুরসভার ৪৭টি, চন্দননগরে ৩৩টি, বিধাননগরে ৪১টি এবং আসানসোলের ১০৬ ওয়ার্ডে ভোট হবে ২২ জানুয়ারি। গণনা ২৫ জানুয়ারি। আগামী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকেই শুরু হবে মনোনয়ন পেশ। মনোনয়নের শেষ তারিখ ৩ জানুয়ারি। আজ থেকেই রাজ্যে জারি হয়েছে আদর্শ আচরণ বিধি।
কলকাতা পুরসভার নির্বাচন মিটতেই বকেয়া পুরসভার নির্বাচন সেরে ফেলার দাবি উঠছিল। সেই পরিস্থিতিতে সোমবার সর্বদলীয় বৈঠক করে কমিশন। বৈঠক শেষে চার পুরসভার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করা হয়। তবে হাওড়া পুরসভার ভোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি কমিশন। এ ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর সূচিতে পরিবর্তন, বদলে যাওয়া আবহাওয়াই কারণ!
এ দিকে সূত্রের খবর, হাওড়া পুরসভা থেকে বালিকে পৃথক করার বিলে রাজ্যপালের সই নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার। হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার জন্য বিধানসভার এ বারের শীতকালীন অধিবেশনে পাশ হয়েছিল ‘দ্য হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন (সংশোধনী) বিল ২০২১’। বিল বিধানসভায় পাশ হলেও রাজ্যপালতাতে বিলে সই করেননি। ফলে আইন হয়নি। ফলে যথাসময়ে হাওড়ার ভোট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।