নতুন বছর শুরুর আগেই রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য নতুন উপহার রাজ্যের মুখ্যমন্ত্রীর। এবার থেকে প্রতি বছর ১লা জানুয়ারি হবে ‘ছাত্র দিবস’, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখানেই উল্লেখ্য যে, বিগত নভেম্বর মাসে উত্তর ২৪পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে ছাত্র দিবস হিসেবে একটি দিন কে নির্দিষ্ট করার কথা প্রথম উল্লেখ করেন
নভেম্বর এর ১৭ তারিখ মধ্যমগ্রামের নজরুল শতবর্ষ ভবনে আয়োজিত হওয়া সেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বেছিলেন যে, আগামী ২০২২ সাল থেকে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পালিত হবে ‘ছাত্রদের সপ্তাহ হিসেবে।
সেদিন তিনি আরও বলেছিলেন, বাংলায় যেখানে ক্রীড়া দিবস কিংবা কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে, সেখানে ছাত্র দিবস পালন নয় কেন? সেদিন তাঁর মন্তব্য ছিল, ছাত্ররাই আমাদের ভবিষ্যত। তাই ছাত্রদের জন্যও একটা দিনকে বিশেষ দিন হিসেবে উৎসর্গ করা উচিত আর নতুন বছর থেকেই আমরা সেটাই করব।