প্রথম পাতা প্রবন্ধ ১লা জানুয়ারীর নববর্ষের অভিনন্দনে কিছু কথা

১লা জানুয়ারীর নববর্ষের অভিনন্দনে কিছু কথা

281 views
A+A-
Reset

পঙ্কজ চট্টোপাধ্যায়

আধুনিক গ্রেগারিয়ান ক্যালেন্ডার এবং আগেকার জুলিয়ান ক্যলেন্ডার অনুসারে প্রতি বছরের ১ লা জানুয়ারী থেকেই শুরু হয় নতুন বছর।

সময়ের ধারায় নতুন বছরের আরম্ভের দিন পালিত হয়ে আসছে যীশুর জন্মের ২০০০ বছর আগে থেকে। তখন মেসোপটেমিয়া সভ্যতা। পরে যীশুর জন্মের ১৫৩০ বছর আগে রোমে নতুন বছরের প্রথম দিন হিসাবে এই দিনটি পালিত হতে শুরু করে। এর পরে ৪৬ খ্রীস্টপূর্বতে রোম সম্রাট জুলিয়াস সীজার নিজের নাম অনুসারে বছরের প্রথম মাসের নামকরন করেন জানুয়ারী। আর তার প্রথম দিনটিকে নববর্ষের দিন হিসাবে গন্য করা হয়।

যিশুখ্রিস্ট-এর জন্মের বছর থেকে খ্রীস্টাব্দের সূচনা। সেইমতন আজ অবধি বছর,সাল,দিন,তারিক গণনার শুরু।

এই গণনা অনুযায়ী ১৪৮২ খ্রিস্টাব্দতে ত্রয়োদশ পোপ গ্রেগরি সাহেব, জুলিয়ান ক্যলেন্ডারের সংশোধন করেন এবং সেই থেকে আজ অবধি আমরা গ্রেগারিয়ান ক্যালেন্ডারের অনুসরন করে তারিখ,মাস,বছর গণনা করি।

আনুষ্ঠানিকভাবে ১৯ শতকের শুরু থেকে ১লা জানুয়ারী তথা নিউ ইয়ার-এর উৎসব পালন হতে শুরু হয় সারা বিশ্বে। আমাদের দেশ সহ সারা পৃথিবীতে সেই থেকে

১ লা জানুয়ারী নববর্ষের দিন হিসাবে আনন্দ উদ্দিপনার সাথে পালিত হতে শুরু করে।

আসুন নতুন বছরে প্রার্থনা করি এই বিশ্ব আমাদের সকলের বাসযোগ্য হয়ে উঠুক। রোগমুক্ত হোক এই বিশ্ব।সকলের ঘরে ঘরে সুখ দুঃখের ঘর কন্নায়,আটপৌরে জীবন যাপনে, বিরাজ করুক আনন্দধারা।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.