প্রথম পাতা প্রবন্ধ পবিত্র ঈদ-এর খুশিতে চাঁদের আলো ঝরে পড়ুক ঘরে ঘরে

পবিত্র ঈদ-এর খুশিতে চাঁদের আলো ঝরে পড়ুক ঘরে ঘরে

736 views
A+A-
Reset

পঙ্কজ চট্টোপাধ্যায়

পবিত্র ঈদ মানে আনন্দ,আর মোবারক মানে কল্যানময়তা –এক কথায় আনন্দপূর্ণ কল্যানময়তাই হোল ঈদ মোবারক।
ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযহা তে পারস্পরিক শ্রদ্ধা সম্মান আর ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানানোর শুভেচ্ছা বাক্য হোল..”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম্”..যার মানে হোল আল্লাহ্ আমাদের আপনাদের পক্ষ থেকে কল্যানকর আনন্দ কবুল করুন।
আর একটি আরবি বাক্য হোল.. ” কুল্ আম্ ওয়ান্তুম্ বিখায়ের…” যার অর্থ হোল পরমময় আল্লাহর করুণায় আপনার অতিবাহিত প্রতিটি বছর ভালো যাক।

ঈদের শুভেচ্ছায় থাকে… “মিনাল আইদিন ওয়াল ফাইজিন..” যার মানে হোল আমরা যেন আরও পবিত্র হতে পারি এবং আমরা যেন আমাদের উপবাস তথা রোজাতে পবিত্র থাকতে পারি। এর উত্তরে শুভেচ্ছা বাক্য হোল.. ” মিনাল্ মাকবুলিনা ওয়াল্ ঘানিমিন্..” যার অর্থ হোল আমাদের সৎকর্ম আল্লাহ্ দ্বারা গৃহীত হোক..আমরা যেন আল্লাহ্-র রহম্ দোয়া জয় করতে পারি।

পবিত্র ঈদ সারা পৃথিবীর উৎসব… সবাইকার আনন্দময়তার এবং মঙ্গল কামনার উৎসব…
আজ এই পবিত্র ঈদের দিনে সকলে ভালো থাকুন,আনন্দে থাকুন,পরস্পরের সম্পর্কে সম্প্রীতির বন্ধন অটুট থাকুক… এই হোল আল্লাহর কাছে প্রার্থনা পবিত্র খুশিতে রেখে গেলাম ঈদ মোবারক।
সকলের ঘরে ঘরে আনন্দ খুশি উছলে উঠুক রইল এই প্রার্থনা।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.