পঙ্কজ চট্টোপাধ্যায়
বাংলা ভাষায় প্রথম বাংলা মাসিক পত্রিকা ১৮১৮ সালের এপ্রিলে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়,নাম ছিল “দিগদর্শন”সম্পাদক ছিলেন ক্লার্ক মার্শম্যান,যদিও সহযোগিতায় ছিলেন পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার এবং পণ্ডিত তারিণীচরণ শিরোমণি।
এরই পাশাপাশি বাঙালী সম্পাদকের সম্পাদিত প্রথম সংবাদপত্র ঐ একই সময়ে প্রকাশ হয় গঙ্গাকিশোর ভট্টাচার্য-এর সাপ্তাহিক পত্রিকা “বেঙ্গল গেজেটি”,১৮১৮ সালের ১৫ই মে তারিখে। কলকাতার ১৪৫ নং চোরবাগান ষ্ট্রীট এর বাঙ্গাল গেজেট প্রেস থেকে। পরবর্তীতে ” বেঙ্গল গেজেটি” সংবাদপত্রটি দীর্ঘ দিন চলেনি।
এরপরে ১৮১৮ সালের ২৩ শে মে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয় সাপ্তাহিক পত্রিকা “সমাচার দর্পণ”সম্পাদনায় ক্লার্ক মার্শম্যান।সহযোগিতায় আগের ঐ দু’জন পণ্ডিত দ্বয়।

“সমাচার দর্পণ” দীর্ঘদিন চলেছিল।প্রথমে সপ্তাহের শনিবার প্রকাশ হত। পত্রিকার ওপরে লেখা থাকতঃ..” দর্পণে মুখসৌন্দর্যমিব কার্যবিচক্ষণা।// বৃন্তাতমিহ জানন্ত সমাচারস্য দর্পণে।।”
১৮১৮ থেকে ১৮২৮ অবধি বাংলা ভাষাতে, ১৮২৯ থেকে ১৮৪১ অবধি বাংলা ও ইংরাজীতে,প্রকাশ হোত। ১৮৩২ থেকে ১৮৪১ সালের ২৫ শে ডিসেম্বর অবধি সপ্তাহে দুবার প্রকাশ হত। ২৫ শে ডিসেম্বরের পর বন্ধ হয়ে যায়।
পরে ১৮৪২ সালে আবার প্রকাশ হয় সমাচার দর্পন, তখন বাঙালী সম্পাদক হন ভগবতী চরন চট্টোপাধ্যায়। তারপরও পত্রিকা বন্ধ হয়ে যায়।
শেষে ১৮৫১ সাল থেকে আবার পত্রিকাটি দেড় বছর চলার পর বন্ধ হয়ে যায়।
সমাচার দর্পন প্রায় ২৪/২৫ বছর ধরে বাঙালী জাতিকে আধুনিক চেতনা জাগরনে সাহায্য করেছিল সেই সময়ে।
আরও পড়ুন: এক বিস্মিত প্রতিভা,এক বিস্মৃত মাতৃসাধক