প্রথম পাতা বিনোদন অভিনেত্রী সোনালি চক্রবর্তী প্রয়াত, টেলিভিশন জগতে শোকের ছায়া

অভিনেত্রী সোনালি চক্রবর্তী প্রয়াত, টেলিভিশন জগতে শোকের ছায়া

300 views
A+A-
Reset

কলকাতা: প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী। তাঁর আরও একটি পরিচয়, তিনি অভিনেতা শংকর চক্রবর্তীর স্ত্রী। সোমবার ভোর ৪টে নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনালি। বয়স হয়েছিল ৫৯ বছর।

জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। গত দুই দিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার ভোরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী সোনাল।

হাসপাতাল থেকে প্রয়াত অভিনেত্রীর মরদেহ বাসভবনে নিয়ে আসা হয়। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। শ্মশানে হাজির হয়েছেন ফিরহাদ হাকিম। এ দিন ফেসবুকে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে বর্ষীয়ান অভিনেতা শংকর চক্রবর্তী লেখেন, ‘ভরা থাক স্মৃতিসুধায়।’

এখন মূলত ছোট পর্দায় তাঁকে দেখা গেলেও বড় পর্দায়ও এক সময়ে চুটিয়ে কাজ করেছিলেন সোনালি। নব্বইয়ের দশকের একাধিক বাংলা ছবিতে অভিনয় করার পরও ২০০২ সালে ‘হার জিৎ’, ২০০৮ সালে ‘বন্ধন’-এর মতো বেশ কিছু হিট ছবিতে দেখা গিয়েছিল সোনালিকে। সম্প্রতি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছিল সোনালীকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন জগতে।

অভিনেত্রীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। তাঁর মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী-সহ অন্যান্য পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.