প্রথম পাতা বিনোদন ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫: প্রথম জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়, সেরা চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫: প্রথম জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়, সেরা চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’

169 views
A+A-
Reset

নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ঘোষণা করা হয়েছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’, আর সেরা অভিনেতার সম্মান ভাগ করে নিয়েছেন শাহরুখ খান (‘জওয়ান’) ও বিক্রান্ত ম্যাসি (‘টুয়েলভথ ফেল’)।

সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন সুদীপ্ত সেন (‘দ্য কেরালা স্টোরি’), সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে সম্মান পেয়েছেন বিজয়ারঘবন ও মুথুপেট্টাই সোমু ভাস্কা। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জাঙ্কি বোড়িওয়ালা ও ঊর্বশী।

অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কারগুলির মধ্যে রয়েছে:

  • সেরা বিনোদনধর্মী জনপ্রিয় ছবি: ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’
  • সেরা হিন্দি ছবি: ‘কাঠাল’
  • সেরা মালায়ালম ছবি: ‘উল্লঝুক্কু’
  • সেরা তামিল ছবি: ‘পার্কিং’
  • সেরা তেলেগু ছবি: ‘ভগবন্ত কেশরী’

এই পুরস্কারের জন্য ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে CBFC (সেন্সর বোর্ড) দ্বারা শংসাপত্রপ্রাপ্ত চলচ্চিত্রগুলিকেই বিবেচনা করা হয়েছে।

২০২৩ সাল ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল বছর ছিল। এই বছরে মুক্তি পেয়েছিল ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’, ‘টুয়েলভথ ফেল’, ‘ওএমজি ২’, ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘আদিপুরুষ’ এর মতো জনপ্রিয় হিন্দি ছবি। তেলেগু সিনেমায় ছিল ‘সীতা রামম’, ‘মন্থ অব মধু’, ‘বালাগাম’, ‘দসারা’, তামিল সিনেমায় ‘জেলর’, ‘লিও’ ও মালায়ালম ভাষায় ‘নানপাকাল নেরথু ময়াক্কাম’, ‘২০১৮: এভরিওয়ান ইজ এ হিরো’, ‘ইরাট্টা’, ‘কাথাল – দ্য কোর’, ‘অদৃশ্য জলকঙ্গল’ ইত্যাদি উল্লেখযোগ্য ছবি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.