প্রথম পাতা বিনোদন নাট্য উৎসবের আয়োজনে আক্রান্ত অভিনেতা অমিত সাহা

নাট্য উৎসবের আয়োজনে আক্রান্ত অভিনেতা অমিত সাহা

321 views
A+A-
Reset

কলকাতা: আক্রান্ত হলেন অভিনেতা অমিত সাহা। জোর জুলুম করে বন্ধ করে দেওয়া হল তাঁর ‘নাট্যদল বিদূষক নাট্যমণ্ডলীর’ মুক্তমঞ্চের নাট্য উৎসব। বেলেঘাটার একটি মাঠে এই উৎসব হওয়ার কথা ছিল। শুক্রবার এটি বন্ধ করে দেওয়া হয়।

অভিনেতার অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করেছে। এমনকী, অভিনেতাকে ঘাড়ধাক্কা দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

২৪ ও ২৫ ডিসেম্বরে আয়োজিত হয়েছিল নাট্যমেলার। আগের দিন অমিতকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই গোটা ঘটনা সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই শাসকদলকে ধিক্কার জানান নাট্যব্যক্তিত্বরা। অমিতের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন সহকর্মী তথা টলিউডের অভিনেতা এবং পরিচালকরাও।

উল্লেখ্য, ‘ভটভটি’, ‘বিরহী’, ‘বাকিটা ব্যক্তিগত’, ‘লুটেরা’ এসব ছবির দৌলতে অমিত সাহা বর্তমানে টলিপাড়ার চেনা মুখ। তাছাড়াও নাটক, থিয়েটার করেন। আর সেই অভিনেতাকেই শারীরিক নিগ্রহ করায় প্রতিবাদী কণ্ঠ তুলেছেন তথাগত মুখোপাধ্যায়, প্রদীপ্ত ভট্টাচার্য, সায়ন ঘোষরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.