প্রথম পাতা বিনোদন প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ টলিপাড়া

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ টলিপাড়া

423 views
A+A-
Reset

বাংলা সিনেমা জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা।

১৫ অগস্ট জয় বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১৭ অগস্ট তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। সহকারী ছোটু জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। নিয়ম মেনে মৃত্যুর চার ঘণ্টা পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত অভিনেতার মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।

জয় বন্দ্যোপাধ্যায় কেবল সিনেমাতেই নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ২০২১ সালে তিনি ঘোষণা করেন যে, তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না।

অভিনেতা হিসেবে জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন এক উজ্জ্বল নাম। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। বিশেষত চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি দর্শকদের কাছে এখনও স্মরণীয়। সুখেন দাস ও অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ‘চপার’ ছবিতে তাঁর চরিত্র বিশেষভাবে দর্শকদের মনে দাগ কেটেছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.