কলকাতা: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, আগের থেকে পরিস্থিতি খানিক উন্নত হলেও পুরোপুরি সুস্থ নন অভিনেত্রী। বর্তমানে সিসিইউ-তে রয়েছে তিনি।
সূত্রের খবর, কিছুদিন আগেই সেলুলাইটিসের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেসময় জেনারেল ওয়ার্ডে ছিলেন মাধবীদেবী। ওখানেই তাঁর অবস্থার অবনতি হয়। এর পর অভিনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়।
বৃহস্পতিবার আবার তাঁর শারীরিক পরীক্ষা হবে। সেই রিপোর্ট দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে মাধবী মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। তবে পুরো বিষয়টিই এখন টেস্টের উপরে নির্ভর করছে।
অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়, কিছুদিন আগে আচমকাই অভিনেত্রীর দুই পা জুড়ে ব়্যাশ বেরিয়েছিল। যা দেখে প্রথমে অ্যালার্জিই ভাবেন তাঁরা। এরপরেই চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হন অশীতিপর অভিনেত্রী। টেস্টের পর জানা যায় তিনি সেলুলাইটিসে আক্রান্ত। এরপরেই তাঁর চিকিৎসা শুরু হয়।