দুই থেকে তিন হলেন পরমব্রত-পিয়া! পুত্র না কন্যা এল ঘরে?

জামাইষষ্ঠীর দিনে খুশির খবর! মা হলেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী। পুত্রসন্তানের জন্ম দিলেন তিনি। বাবা হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শহরের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম হয়েছে। জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।

২০২৩-এর শেষের দিকে ভালবেসে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। এবার নতুন দায়িত্ব পালনের পালা। সন্তান জন্মের আনন্দে আপ্লুত পরমব্রত।

ভ্যালেন্টাইন্স ডে পার হওয়ার পরই সন্তানের আগমনের আভাস দিয়েছিলেন পরমব্রত-পিয়া। পিয়া জানিয়েছিলেন, জুন মাসেই আসতে পারে নতুন অতিথি। ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে সেই সুখবর ভাগ করে নিয়েছিলেন দু’জনেই। আজ, জুনের শুরুতেই, সেই খুশির পরিণতি—দম্পতির জীবনে এল নতুন সদস্য।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল