প্রথম পাতা বিনোদন বোল্ড লুকে বাজিমাত ঊষশীর

বোল্ড লুকে বাজিমাত ঊষশীর

221 views
A+A-
Reset

কলকাতা: স্যোশাল মিডিয়াতে অ্যাক্টিভ অভিনেত্রী ঊষশী রায়। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে তিনি ধরা দেন নিজের অনুগামীদের মাঝে। ট্রাডিশনাল কিংবা সাবেকি সব ধরনের পেশাকেই তিনি একই রকম সাবলীল। নানা রকম ছবি এবং ভিডিও পোস্ট করে তিনি নিজের অনুগামীদের মাতিয়ে রাখেন।সম্প্রতি বোল্ড এবং হট লুকে ধরা দিয়েছেন তিনি।

খোলা চুল আর ন্যুড মেকআপে নজর কেড়েছেন তিনি।ছবি গুলি পোস্ট করে নিজের ইনস্টা হ্যান্ডেলে আগুন লাগিয়েছেন তিনি। তার এই হট লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছেন তার অনুগামীরা।ইনস্ট্রাগ্রামে ঊষশীর অনুগামীর সংখ্যা প্রায় ৬১৬ লাখ।

প্রসঙ্গত,ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊষশী রায়।তিনি বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করলেও বকুল নামেই টেলি দর্শকদের কাছে বেশি জনপ্রিয়। ‘বকুল কথা’ ধারাবাহিকে নিজেস্ব অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি বহু মানুষের মনে জায়গা করে নিয়েছেন।’বকুল কথা’ ধারাবাহিকের পর ‘কাদম্বিনী’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: স্ত্রী পিঙ্কির বিরুদ্ধে পাল্টা চেতলা থানায় FIR কাঞ্চনের

কাদম্বিনী বেশি দিন না দেখা গেলেও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সবার মনে জায়গা করে নিয়েছেন।এরপর ‘টুরু লাভ’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঊষশী।তিনি বহু বিজ্ঞাপনে ও কাজ করছেন।আশুতোষ কলেজের ইতিহাসের ছাত্রী হলেন ঊষশী।পড়াশোনার পাশাপাশি অভিনয় জীবনেও হয়ে উঠেছেন তিনি পারদর্শী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.