প্রথম পাতা বিনোদন সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি দেখাতেই হবে, বড় নির্দেশ নবান্নের

সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি দেখাতেই হবে, বড় নির্দেশ নবান্নের

281 views
A+A-
Reset

রাজ্যের সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বছরে ৩৬৫ দিন প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক। এমনটাই নির্দেশ নবান্নের।

বুধবার তথ্য ও সংস্কৃতি দফতর জানায়, দুপুর ৩টা থেকে রাত ৯টার মধ্যে অন্তত একবার বাংলা ছবি চালাতে হবে। ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন মেনে এই নির্দেশ জারি হয়েছে এবং প্রয়োজনে আইন সংশোধন করা হবে বলেও জানানো হয়েছে। নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং নতুন কোনও আদেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।

রাজনৈতিক মহলের মতে, বাংলা ভাষা ও বাঙালি পরিচিতি ঘিরে চলা রাজনৈতিক উত্তাপের মধ্যেই এ সিদ্ধান্তের তাৎপর্য রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.