প্রথম পাতা বিনোদন জাতীয় পুরস্কারের মঞ্চে বাজিমাত বাংলা ছবি ‘কালকক্ষ’-র

জাতীয় পুরস্কারের মঞ্চে বাজিমাত বাংলা ছবি ‘কালকক্ষ’-র

503 views
A+A-
Reset

এ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে সম্মানিত হল রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘কালকক্ষ’। সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কৃত হল এই ছবি। প্রতিযোগিতায় ছিল বাঘাবাঘা ছবি, কিন্তু এই দৌড়ে যে কালকক্ষ নির্বাচিত হবে তা হয়তো অনুমান করতে পারেননি খোদ পরিচালক জুটি।

ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এসেছে এই ছবি। বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে বলেও জানা গিয়েছে। করোনা আবহকে প্রেক্ষাপটে এক বাঙালি পরিবারের সংকট এই ছবির মূল উপজীব্য, আর তাতেই বাজিমাত। জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার হয়ে নজর কেড়ে উচ্ছ্বসিত পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল। টলিউডের রথী-মহারথীদের পিছনে ফেলেছেন তাঁরা।

পরিচালকরা জানান, বাংলায় ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকার হিসাবে ছবি তৈরিটা সত্যিই চ্যালেঞ্জিং। টাকা জোগাড় করাটা সহজ নয়, তবে তার চেয়েও কঠিন ছবি প্রদর্শনের ব্যবস্থা করা। তাই প্রযোজকরা পিছিয়ে আসেন।

সেরা বাংলা ছবি ‘কালকক্ষ’ ছাড়াও বাংলা ছবি ‘ঝিল্লি’র ঝুলিতেও গিয়েছে ‘স্পেশ্যাল মেনশন’। সেরা অভিনেত্রীর বিভাগে যুগ্ম ভাবে বিজয়ী হয়েছেন দুই নায়িকা। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভট্ট এবং ‘মিমি’ ছবিটির জন্য পুরস্কৃত হয়েছেন কৃতি শ্যানন। অভিনেতা অল্লু অর্জুনের ঝুলিতে গিয়েছে সেরা অভিনেতার পুরস্কার। সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.