এ বারের পুজোতে মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি ‘বাঘা যতীন’। প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার। বাংলা, হিন্দি, ইংরেজি, তিন ভাষাতেই প্রকাশ করা হয়েছে এই নতুন পোস্টার।
‘বাঘা যতীন’ লুকে নতুন পোস্টারে দেখা যাচ্ছে দেবের গাল ভর্তি দাড়ি, খাকি রঙের পোশাক আর তাঁর মাথায় পাগড়ি বাঁধা, বড় বড় চোখে বন্দুক কাঁধে দাঁড়িয়ে নায়ক। ক্যাপশনে লেখা হয়েছে, ‘শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট’!
একই সঙ্গে আরও লেখা হয়েছে, ‘ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি আমরা! দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এর সবচেয়ে বড় উপস্থাপনা, মুক্তিযোদ্ধা “বাঘা যতীন” আসছে এই দুর্গাপূজোয়…’। এর আগেও এক শিশুকে কাঁধে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসার ছবি পোস্ট করেন দেব। বাঘাযতীনের বৃদ্ধ লুকেও ভাইরাল হয়েছিলেন অভিনেতা।
নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। মুক্তিযোদ্ধা ‘বাঘা যতীন’ বড়পর্দায় মুক্তি পাবে দুর্গাপুজোয়, ২০ অক্টোবর। দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবি। তাও আবার একসঙ্গে দু-দুটো ভাষায়। অর্থাৎ দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরশুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য।