কলকাতা: করোনা আবহে নতুন ছবির নাম ঘোষণা করে ফেললেন পরিচালক পাভেল। ছবির নাম ‘মনখারাপ’। ছবির চিত্রনাট্য – সংলাপ লিখেছেন পাভেল নিজেই।’মনখারাপ’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঋদ্ধি সেন এবং অঙ্কুশকে।
তবে ছবির নাম ‘মনখারাপ’ হলেও আদপে এই ছবি হল মন ভাল করার।এই ছবিতে ডার্ক কমেডির মাধ্যমে সমসাময়িক সময়ের কথাই বলবেন পাভেল।মনখারাপ ছবিতে মনোবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্কুশকে।পরিস্হিতি ঠিকঠাক থাকলে ছবির শ্যুটিং জুন মাসে শুরু করবেন পরিচালক।
আরও পড়ুন: সদ্যই শেষ হয়েছে ‘বাবা বেবি ও’ ছবির শ্যুটিং, সারোগেসির মাধ্যমে অবিবাহিত একা বাবার গল্প শোনাবে এই ছবি
তার আগে ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের আরেকটি ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অঙ্কুশ,ঋদ্ধি ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য,বিদীপ্তা চক্রবর্তী,অবন্তিকা বিশ্বাস সহ আরো অনেকে।