প্রয়াত হলেন বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘ডন’ (১৯৭৮)-এর পরিচালক চন্দ্র বারোট। রবিবার মুম্বইয়ের বান্দ্রার গুরু নানক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন ৮৬ বছর বয়সি এই চলচ্চিত্র পরিচালক। স্ত্রী দীপা বারোট তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
চন্দ্র বারোটের ‘ডন’ হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। অমিতাভ বচ্চনের জোড়া চরিত্রে অভিনয়, কাহিনির গতি ও সংলাপ— সব মিলিয়ে ছবিটি কিংবদন্তি হয়ে ওঠে। পরে এই ছবির রিমেক হয় শাহরুখ খানের অভিনয়ে, কিন্তু মূল ‘ডন’-এর মাহাত্ম্য আজও সমান।
চন্দ্র বারোট কেরিয়ার শুরু করেছিলেন মনোজ কুমারের সহকারী হিসেবে— ‘পূরব অউর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’, ও ‘রোটি কাপড়া অউর মকান’-এর মতো ছবিতে। ১৯৭৮ সালে ‘ডন’ পরিচালনার মধ্য দিয়ে তাঁর স্বাধীন পরিচালনা যাত্রা শুরু হয়। এরপর ১৯৮৯ সালে তিনি পরিচালনা করেন বাংলা ছবি ‘আশ্রিতা’, যা বক্স অফিসে প্রায় ৩ কোটি টাকার ব্যবসা করে।
পরবর্তীতে তিনি পরিচালনা করেন ‘প্যায়ার ভরা দিল’ (১৯৯১), ‘নীল কো পাকড়ানা… ইম্পসিবল’, এবং ‘হংকং ওয়ালি স্ক্রিপ্ট’-এর মতো কিছু ছবি।
চন্দ্র বারোটের প্রয়াণে বলিউড হারাল এক স্বর্ণযুগের প্রত্যক্ষ নির্মাতাকে। তাঁর সৃষ্টি ‘ডন’ আজও ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।